তাকাও এবার পিছন ফিরে
যাদের তুমি এসেছো ছেড়ে,
দিয়েছো তো যার প্রাপ্য যেটুকু?
হয়নি তো ভুল বুঝতে সেটুকু?
ডগমগ তুমি আপন খেয়ালে
গুনে চ’ল শুধু কত কত পেলে,
ভেবেছো কখনো কেড়ে কিবা নিলে!
হে মানব তুমি ছেড়ে কিবা দিলে!
ঝুঁকে পড়া দেহ, নেতানো শরীর
নির্বাক চোখ, ক্লান্ত স্থবির,
খিদের জ্বালায় কত শিশু কাঁদে
তবু ভাবি মোরা যাবো কবে চাঁদে!
প্রকৃতির যাহা আছে কিছু ভালো
দিয়েছে সে সব জ্বেলে দিতে আলো,
ক্যানভাসে আজ রং সাদা – কালো
হে মানব তুমি প্রদীপটা জ্বালো।
অতিমারী আজ কাল হবে দূর
গাওয়া হবে গান, মিলে যাবে সুর,
যারা চলে গেল অসহায় একা
হলো না কো যার প্রিয়জন দেখা!
সেই ইতিহাস যুগ যুগ ধরে
বয়ে যাবো মোরা বার বার মরে,
কাঁদছে জননী ধরণীর ভারে
হে মানব তুমি তুলে ধর তারে।
সভ্যতা নামে অকাল বোধন
আজ প্রয়োজন তারই শোধন,
হুঁশিয়ারী দিল প্রকৃতির রানী
ভাষা বোঝ তার, শোন তার বাণী,
আর দেরী হলে মুছে যাবে তুমি
মুছে যাবে দেশ, মুছে যাবে ভূমি,
যতো শিশু আছে সবাইকে চুমি
হে মানব আজ নত হও তুমি।
বনানী ———