মানুষ তুমি মানুষ থাকো
যন্ত্রকে একটু দূরেই রাখো,
উন্নয়নের পরিভাষা
কাড়ছে জীবন, মারছে আশা।
প্রযুক্তি থাক, বিজ্ঞানও থাক
লালন পালন প্রকৃতিও পাক,
একটা হাতে জীবন গড়ো
আর এক হাতে মৃত্যু ধরো।
কেমন ধারা হয় সে ছবি
মনে মনে আজ সেটাই ভাবি,
দুয়ের মাঝে মিল তো হবে
তবেই এ’ মন শান্তি পাবে।
এই সার ভেবে করলে কাজ
বাঁচবে কাল, বাঁচবে আজ,
যন্ত্র থেকে মানুষ নয়
মানুষের হাতেই যন্ত্র হয়।
বনানী ———