ফুলদানী

ফুলদানীটি সাজানো আছে
নানারকম ফুলে
নিলাম ছিঁড়ে একটি আমি
সাজিয়ে নিতে চুলে।

জনে জনে বললে ডেকে
ফুলটি খুবই মানিয়েছে তোকে,
খুশি হলাম,বললাম হেসে
লাগিয়েছি একে ভালোবেসে।

বাড়ি গিয়ে খুললাম খোঁপা
ফুলটি পড়ে রইলো একা,
গুছিয়ে নিয়ে বসলাম এসে
ফুলদানীটির একটি পাশে।

দেখেই মনটা ভরে গেল
ঠিক তখনই চোখে এল,
একটি ফুলের পাঁপড়ি আধফোটা
যার পাশে দাঁড়িয়ে আছে,একটা বৃন্ত কাটা।

বুকটা কেমন মুচড়ে গেল
কোথা থেকে এক কষ্ট এলো,
ভাবছি বসে করবোটা কি
এমন সময় তাকিয়ে দেখি।

শ্বেতপাথরের মেঝের উপরে
খোঁপার ফুলটি আছে পড়ে,
আদর করে, যত্নে ভরে, নিলাম তুলে তাকে
বাঁচাতে হবে যে করেই হোক, আঘাত করেছি যাকে।

খুঁজে পেলাম পাত্রখানি
এরও নাম ফুলদানী,
নিলাম তাকে জলে ভরে
ফুলটি এবার দিলাম ছেড়ে।

আধফোটা ফুল বললে ডেকে,
‘আমায় তুলে দাওনা ওকে’,
ফুলদানীতে পাশাপাশি
দুটি ফুলের সে কি হাসি।

বনানী ——-

banani

Related Posts

Join the Discussion

Your email address will not be published. Required fields are marked *

arrow