এক হাতে ট্যাব
আর এক হাতে স্মার্ট ফোন,
যেখানে খুশি নিয়ে যাও
চাই শুধু একটা নিরিবিলি কোণ।
সারা দুনিয়াটা ধরা আছে
পকেটে নয়তো হাতে,
জুড়ে নেই তবু একজনও আজ
কেউ কাহারো সাথে।
খালি করো হাত তাকাও সমুখে
দেখ কে দাঁড়িয়ে আছে
ভালোবেসে আর একগাল হেসে
বুকে টেনে ধর কাছে।
বনানী ——-