মা দিবস

একরাশ ভয়, 
পাছে আমার বাচ্চারই সাথে কিছু হয়। 
প্রতিদিন মরে বাঁচে এই মা 
চিন্তা কখনো তাকে ছেড়ে যায় না। 
 
আগে ছিল পরিবার একসাথে থাকা 
ভালোবাসা, চিন্তা ছিল রাখা ঢাকা।
ছিলনা তখন ফোন সময় মাপতে
বিশ্বাস ছিল শুধু দূর্গা নাম জপেতে। 
 
ছোট ছোট পরিবার দূরে দূরে থাকা 
কাজ করেও গোটা দিন বুক সেই ফাঁকা। 
ফোন হাতে ধরা আছে সকলেরই জানা 
মন চাইলেও তবু ফোন করা মানা। 
 
আমিই তো সেই মা শিখিয়েছি চলতে 
বাটোয়ারা দেখিয়েছি পরিবার বলতে। 
উন্নীত হতে গিয়ে উন্নত জীবনে 
রেখেছি নজির কতো ছেলে মেয়ের সামনে। 
 
আজ সেই মা আমি অর্ধেক বয়সে 
অপেক্ষা করে থাকি যদি কোন ফোন আসে। 
সম্পর্ক সব আছে নিয়মের বেড়াতে 
কখন যে শেখালাম সব কিছু এড়াতে।
 
সময় এগিয়ে চলে নব নব ছন্দে 
জীবনকে গড়ে পেটে দুঃখে আনন্দে।
কাছে থেকে বুঝিনি ছিল মা যে কাছেতে 
দূরে গিয়ে বুঝলাম আছে সে যে পাশেতে। 
 
আমিও তো মা এখন আহ্লাদ ভরাতে 
তবু কেন একা লাগে দিন রাত গড়াতে। 
মন কেন পারেনা যুগটাকে মানতে
সন্তান চায় না যে মাকে আর জানতে। 
 
ঘ্যান-ঘ্যান প্যান-প্যান সয়েছে সে অনেকই 
বড়টি হয়েছে সে যে নেই হুঁশ তারই কি ?
এখনো ছোট্ট ভেবে করো যদি চোটপাট 
গলা তুলে বলবে সে বোকোনাতো মেলা ভাট। 
 
চুপ করে সয়ে যাও পাছে লোকে কিছু জানে 
সবাই তো তোমাকে সফল মা বলে মানে। 
নাই বা দেখালে তুমি দগদগে ঘা টা 
ওটাই তো তোমার বাচ্চার গা টা। 
 
বয়ে যাবে সেও জেনো এই রীতি রেওয়াজে 
মা হয়েই থেকে যাবে তারই আওয়াজে।
কথা বলা আজ শুধু সময়ের অপচয় 
এই ভুল ভেঙ্গে যাবে একদিন মনে হয়। 
 
মা দিবস লাগবে না ঘটা করে মানতে 
একটু সময় দিও মাকে শুধু জানতে। 
টুকটাক হাবিজাবি এটাসেটা কথাতে 
মার মুখ ভরে দিও একগাল হাসিতে। 
 
বনানী ——–

Banani

Related Posts

Join the Discussion

Your email address will not be published. Required fields are marked *

Discussion

  1. Bireswar Ghosh

    খুব সুন্দর ও সাবলীল উপস্থাপনা। খুব ভালো লাগলো।

arrow