অনেক কিছু করিনা বলে
মুখে অনেক কিছুই পারি,
আর অনেক কিছু পারিনা বলে
দেখাই অনেক কিছু করি।
কথাগুলো হাল্কা হ’লেও
ওজন আছে ভারি,
বুঝতে হলে পাততে হবে
এদিক ওদিক আড়ি।
নিজের মাপের কথা না পেলে
ফাটবে গলা তারই,
যার ভিতরে শূন্য ঘড়া
আছে সারি সারি।
শিক্ষা, দয়া, বিনয় সবই
দিচ্ছে দূরে পাড়ি,
ভালোর আঁচে ফুটছে জেনো
মন্দ ভাতের হাঁড়ি।
মজা যদিও পাচ্ছো পড়ে
ভাবছো কাঁড়িকাঁড়ি,
হাসতে হলে দেখাতে হবে
দাঁতের সাথে মাড়ি।
Banani——-