পঞ্চাশ পেরোনো আমি
দর্পভরে হাসি,
যা আমি বিশ্বাস করি
তাই ভালোবাসি।
জোড়ের মাঝে ফাঁকটি খুঁজি
ফাঁকের মাঝে জোড়,
আমায় যেন ভেবোনা কভু
অবলা কমজোর।
আসলে আমার মনটাই সব
বাকি সবই বাসি,
মনকে তাজা রাখতে গিয়ে
নিজেকে নিয়েই হাসি।
ছুটিনা পিছে মানিনা বারণ
নিজেকে খুঁড়ি কাটি,
সুযোগ খুঁজি ভরাট করার
নিজেকে গড়তে খাঁটি।
চলছে দিন চলছে মাস
বছরও ঘুরে যায়,
সময় কাটাই নিজের ছন্দে
মন ভরপুর তায়।
বনানী ———