হয়তো পড়বে মনে
শ্যামল সবুজ বনে,
দেখবে আমারই ছায়া
কায়াহীন এক মায়া,
প্রজাপতি, ফুল, পাখি
জেনো সে আমারই আঁখি,
মেঘ ভাঙ্গা বর্ষাতে
ছুঁয়ে যাবো এসে রাতে,
খোলা জানালার পাশে
চাঁদ যবে চুপি হাসে,
বাতাস কবে যে কথা
জেনো সে আমারই ব্যথা,
ঢেউ ভাঙ্গা উচ্ছাসে
আমাকেই পাবে শ্বাসে,
আকাশের সব নীলে
জেনো আমি আছি মিলে,
ভালো থেকো, ভালোবেসো
সময় হলেই এসো।
বনানী ——-
( শুধু তোমাকেই, Just for you )