সব কিছু খাও অল্প
নুন, চিনিটা স্বল্প।
‘ডায়েট’ নামের ফানুস
মারবে জেনো মানুষ।
না খেলে আর করবে কি
টাকা নিয়েই মরবে কি?
আবার একদিনই তো খাচ্ছি ভেবে
সাতটা দিনই যদি দেবে!
কাটাকুটি খেলে মাস বছরে
‘যম’ দেবতা আসবে তেড়ে।
সময় থাকতে শুধরে যাও
নিজের জীবন বুঝে নাও।
বনানী ——-