উদারতা কি? কাকে বলে উদারতা?
উদারতা হ’ল তাক করে থাকা
একটু বেশি যার আছে টাকা।
সহানুভূতির মোড়কে মুড়িয়া
ফেলে দিতে হবে ছুঁড়িয়া ছুঁড়িয়া।
কষ্ট করা রোজগারের টাকা
বেটে দিতে হবে করে ব্যাঙ্ক ফাঁকা।
তা না হলে শুধু আসবে যে গোলা
সারা জীবনেও যাবে না তা ভোলা।
ছল করে আর নীচতাতে ভরে
টাকা টাকা করে যারা শুধু মরে।
তাদের হবে না কোনো ক্ষতি জেনো
হাতিয়ে নেওয়াতে তারা দড় মেনো।
চাইতে জানে যে পাবে সব তারা
চক্ষুলজ্জায় তুমি যাবে মারা।
এড়িয়ে চললে যাবে তারা চটে
‘অনুদার’ তুমি যাবে সেটা রটে।
কাছে কাছে যারা ঘুরঘুর করে
আশা ভাঙ্গলেই যাবে তারা সরে।
সুবিধে যদিও আছে একখানা
অকারনে আর মানাতে হবে না।
ছোট হয়ে গেলে গন্ডি কখনো
অভাগা ভেবোনা নিজেকে তখনো।
চারপাশে আছে বহু অসহায়
শিশু ও বৃদ্ধ যারা মৃতপ্রায়।
উদারতা আজ বড় প্রয়োজন
এদেরই জন্য ভালো রাখো মন।
বনানী ——-