ভিড় আর ভিড় শুধু ভিড়
ভিড়ের মাঝে ঘুরে বেড়ায় মানুষ অধীর,
চিৎকার, কোলাহলে সকলেই বাঙময়
তারই মাঝে ঘোরে নিয়ে নিজ, নিজ সংশয়
ভিড়ে থেকেও মানুষ বড় একা অস্থির।
বনানী——
ভিড় আর ভিড় শুধু ভিড়
ভিড়ের মাঝে ঘুরে বেড়ায় মানুষ অধীর,
চিৎকার, কোলাহলে সকলেই বাঙময়
তারই মাঝে ঘোরে নিয়ে নিজ, নিজ সংশয়
ভিড়ে থেকেও মানুষ বড় একা অস্থির।
বনানী——