তুমি ভালো খাবে, হবে না
আমার ওটা চাই
আমার ঘরে একটুখানি
যদি সেটা কম পাই।
নিজের ওজন বুঝিয়ে দিতে
দমিয়ে যাবো তাই
তোমার নেওয়া দায়ভারে
যদি কোন গাফিলতি পাই।
তোমার চেয়ে বড় আমি
বুঝবে কবে ভাই
ঝগড়া, বিবাদ এড়িয়ে জেনো
পার পাবে না তাই।
স্বঘোষিত আমিই রাজা
তোমরা দাস তাই
কুর্নিশ আর সেলাম ঠুকেও
নাই নিস্তার নাই।
বনানী ——-