সব দিক ঘুরে তুমি
এসে বসো ডালে
বুঝবে তখন ধান
লাগে কতো চালে।
ভাগ্যে মেলে ভালো
থাকা, ভালোবাসা
সবাই তো করে খোঁজ
সবাই তো করে আশা।
কিন্তু মেলে জেনো
কপালের গুণে
যদি তুমি চলো সবই
ভালো কথা শুনে।
বাড়তি কারো যদি
দায় নাও ঘাড়েতে
দয়া পেলেও পেতে
পারো, ভবতরী পারেতে।
একটু একটু করে
হাতটাকে বাড়ালে
সব পাপ যাবে চলে
ভালো কাজের আড়ালে।
কি বলছো পাপ নেই
ভুল নেই কোন কাজে !
তা’হলে তো সবই ঠিক
কেন ভাবো মিছে বাজে !
আমি ভাবি দানবীর
এতো যদি দেশেতে
কেন মরে এতো লোক
জ্বর, খিদে, কাশিতে !
পথ্যই নেই তায়
ওষুধ তো দূরে থাক
মুখটা ফিরিয়ে রেখে
বলি সব চুলোয় যাক।
আপনি বাঁচলে বাবা
মনে থাকে তার নাম
নেই জেনে আর কারো
পরিচয়, ভিটে, ধাম।
মহামারী, অতিমারী
ছেড়ে যাবে ঠিক জেনো
মুছে যাবে সব গ্লানি
সব ঠিক হবে মেনো।
থেকে যাবে আমাদের
পচা, গলা মনটা
পারবোনা ফেলে দিতে
আপনার ধনটা।
পাছে কিছু ভালো হয়
জয় হয় মানুষের
জোর করে ভরে রাখো
বোতল সে বিদ্বেষের।
শোন শোন হাত-পা
ওলা, যতো প্রাণী সব
তুমি ছাড়া থেকে যাবে
এ’ পৃথিবী, এই ভব।
সব কিছু ভুলে গিয়ে
নামটা পাল্টে ফেলো
মানুষ না ডাকলেই
লাগবে ভীষণ ভালো।
বনানী ——-