ভয় পেয়োনা, ভয় পেয়োনা
দিন এ’রকম যাবে না,
আবার সুদিন আসবে জেনো
আবার কুসুম হাসবে মেনো।
একটু খানি ভয় কে রেখো
সেই ভয়েতে নিজেকে দেখো,
কাজের আগে ভাববে যখন
সুদিন জেনো আসবে তখন।
গর্ব করার দিনটি শেষ
সবাই মিলে থাকবো বেশ,
রাজা, রানী নেই যে কেউ
আছড়ে পড়বে সুখের ঢেউ।
এসো, চলো আবার গড়ি
এ’ পৃথিবী আহা মরি,
নতুন শিশু গাইবে গান
আসবে ফিরে ঐক্যতান।
বনানী ——–