আমার কাজ ভালো সাজা নয়
আমার কাজ ভালো হওয়া,
দুঃখ এলেও তবুও জানি
সঠিক আমার চাওয়া।
সত্যি বড়ই পীড়াদায়ক
তবু খোঁজে দুনিয়া তারেই,
দেরীতে হ’লেও বোঝে সবাই
ভালো সবই সত্যের ভাঁড়েই।
মিথ্যা বলে ভালো সাজা
আনবে বয়ে ঝড়,
সত্যের টানে ভালো যে জন
বাঁধবে সুখের ঘর।
অপ্রিয় নয় হলামই বা
সত্যি বলার অপরাধে,
মুখটা না হ’লে থাকবে কোথায়
যদি সত্যি-মিথ্যের বিরোধ বাঁধে !
ভালো সাজা আর ভালো চাওয়া
আছে জানি নিজের হাতে,
হাসি, কান্না সবই জুড়ে
নিজের বিবেচনার সাথে।
Banani——-