পেয়েছি ব্যথা অনেক মনে তাই
সবার থেকে দূরেই রয়ে যাই।
যখনি যারে চেয়েছি কাছে পেতে,
তারেই তখন হয়েছে ছেড়ে যেতে।
ভাগ্যে কিছু আছে ভালো যদিওবা
ভয়ে থাকি যদি যায় চলে কখনওবা।
দ্বন্দ দ্বিধা কাটাকুটি খেলে মনে
দাগ মুছে ফেলি যতো পারি প্রাণপণে।
এমন নয় যে পাইনিকো ভালোবাসা
কাটা ছেঁড়া তবু রোজ করে যাওয়া আসা।
বাঁধিতে চেয়েছি যারে যতো উচ্ছাসে
ভেসে চলে গেছে প্রবল জলোচ্ছাসে।
তবু দেখি কিছু সবুজ দ্বীপের সারি
হাতছানি দিয়ে কাছে যেতে বলে তারি।
আনমনে আমি যতো হেঁটে চলি কাছে
ঝাপসা দেখায় ফেলে আসি যাহা পাছে।
ক্লান্তি আসেনা তবু এ’ চলার পথে
যাবো দূরে চড়ে সেই সে সোনার রথে।
যারা ভালো আছে থাক তারা আরো সুখে
হাসিতে ভরুক যারা আছে শুধু দুঃখে।
আমি চলে যাবো নয় সে বিষম ব্যথা
রেখে যাবো জেনো সকল প্রাণের কথা।
বনানী ———