এক পশলা বৃষ্টি শেষে
তাকাই যখন মেঘের দেশে,
কালো মেঘ ঝিকিয়ে ওঠে
সোনালী আলোর রেখাটি ফোটে,
রামধনুর সাতটি রঙে
আকাশ সাজে নানা ঢঙে ,
আবার যখন বৃষ্টি এলো
শরীর মনকে ভিজিয়ে দিল,
টাপুর টুপুর ঝম্ঝমাঝম
কখনো জোরে কখনো বা কম,
বৃষ্টি ঝরুক ঝরঝরিয়ে
পড়ুক মুখে, চোখের পরে,
ঘুচিয়ে দিয়ে সকল গ্লানি
সবুজ করুক অরণ্যানী।
বনানী ——-