দড়িতে আছি বাঁধা, পুতুল সবাই
চলছে খেলা অহরহ, কোনো বিরাম নাই।
দড়ির টানে ওলোট পালট ভাঙ্গা গড়ার খেলা
কতো কুঁড়ি শেষ হয়ে যায়, ঝরে অকাল বেলা।
যন্ত্রকে করেছে বশ, মানুষ মনে হাসে
দড়ির খেলা দেখায় যে জন, সেও হাসে পাশে।
মানুষ যখন করছে জয় চাঁদ, গ্রহ, তারা
দড়ির চালক হাসছে তখন হয়ে আত্মহারা।
হাজার কয়েক বছর ধরে মানুষ সভ্য হলো
দড়ির একটানে আজো রব ওঠে গেল গেল।
বুকের রক্ত দুধ কেন হয়, যতোই জানুক বিজ্ঞান
দড়ির কাছে মানুষ তবু থেকেই যাবে অজ্ঞান।
দড়ি হাতে খেলছে যে জন, থামানো যাবে না তাকে
হেসেই দড়ি জড়িয়ে নাও, যদি বুদ্ধি থাকে।
দড়ির সাথে আপোস করে কাজ করো শুধু ভালো
অন্ধকার পথও হবে আলোয় ঝলমল।
দড়ির খেলা হার মেনে যায় শুভ বুদ্ধির কাছে
শান্তির দূত আসবে ধেয়ে তোমার পাছে পাছে।
বনানী ——–