একটা মরচে ধরা শরীর
আর একটা মরচে ধরা মন
আর একটা মরচে ধরা মন
বিষ হয়ে ওঠে নিজের কাছে
চারপাশে সবকিছুই তেতো লাগে যখন।
স্বপ্নহীন, কর্মহীন, দুর্বল এক চিত্ত
মৃতপ্রায় পড়ে থাকে অসাড়, নিস্তেজ
জীবনমুখী গান শুনে যতোই কাটুক সময়
ন্যুব্জ শরীর সোজা হয়না, হয়না মন সতেজ।
আক্ষেপ, আক্রোশ আর অসহায়তা
মেঘের মতো ঘিরে রাখে চারপাশ
মৃত্যু এসে ডাক দেয় বারবার
বলে রোগে ধরেছে তোমায়, নাম ‘হতাশ’।
এদের সাথে যুদ্ধ করে চলেছে যারা এগিয়ে
চেনো তাদের, বোঝো তাদের, বাড়িয়ে দাও হাত
জীবন যারা রক্ষা করে, দেয় না যেতে হারিয়ে
তোমায়, আমায় সঙ্গী পেলে করবে বাজিমাত।
বনানী —–