সরল মনটা বাঁচিয়ে রাখো
জটিল মনস্তত্ত্বে,
আমটি শুকিয়ে না যেন হয়
শক্ত আমসত্ত্বে।
নদীর জলে ভেলা ভাসাও
চলো আপন ছন্দে,
ভালো,মন্দ যাহাই ঘটুক
থেকো না কোনো দ্বন্দে।
সুখ, দুঃখ আসবে যাবে
নিজের সময় মেনে,
হাসি কান্না খেলবে জেনো
তোমায় কাছে টেনে।
এটাই হলো জীবন সবার
নেই যে কিছু আরো,
কাটিয়ে দাও হেসে খেলে
যে কটাদিন পারো।
বনানী ——-