এক যে ছিল গল্প চোর
গল্প চুরি করতো
ছোট, বড় সবাই ‘তার’
গল্প জেনেই পড়তো।
ছোট থেকেই পড়ছি তার
ঝুড়ি ঝুড়ি গল্প
ক্রমে, ক্রমে তার ভক্ত হলাম
আমিও অল্প স্বল্প।
বিনোদনের এই দুনিয়ায়
করছে সে ভালো কারবার
সিরিয়াল আর টেলি ফিল্মে
তার গল্প আসে বারবার।
একটুখানি ছুঁয়ে ছিলাম
এই জগতে কিছু দিন
সেই সূত্রে লোককে জানি
জনা কয়েক দুই বা তিন।
এই সত্যি বলে একদিন
পড়লাম ভীষণ মুশকিলে
নতুন এক গল্প লেখক
আমাকেই চেপে ধরলে।
বানাবে সে টিভি সিরিয়াল
তার গল্পের উপরে
চিত্রনাট্য চাই এক খাসা
যেন সবার মন কাড়ে।
দু-চার কথায় উঠে এলো
গল্প চোরের নাম
নাম শুনেই নতুন লেখক
ধরিয়ে দিল খাম।
খামের মধ্যে ভরা আছে
তার লেখা সেই কাহিনী
কাজে লাগাতে হবে এবার
আমার ছোট্ট বাহিনী।
উঠে পড়ে লাগলাম জোরে
কথা দিয়েছি যখন
অবাক চোখে তাকিয়ে দেখি
চোর ঢুকছে ঘরে তখন।
প্রথম সাক্ষাৎকারে আমি
গেলাম গলে,ঢলে
খামটি নিয়ে মুচকি হেসে
গেলেন তিনি চলে।
শুরু হ’ল কথোপকথন
দু’পক্ষের তরফে
নব্য লেখক, চোর বাবাজীর
ইমেল পড়ি ইংরেজি হরফে।
ভালোই হল মিলে মিশে
করবে তারা জয়গান
আমার নামটাও ওঠে যদি
একটু হলেও বাড়বে মান।
এই সব ভেবে কেটে গেল
বেশ কিছুদিন এক নাগাড়ে
আক্কেলটা হল গুড়ুম
কাগজ খুলে গল্প পড়ে।
গল্প চোরের নামের তলায়
ছাপানো কিছু কথা
ঝাপসা হল দুচোখ আমার
গলায় একটু ব্যথা।
অল্প কিছু ছেঁটে কেটে
হুবহু সেই পাঠ্য
নব্য লেখকের গল্পের উপর
সঠিক চিত্রনাট্য।
কেমন দিলাম হেঁয়ালি
শক্ত জেনো কাজ
দেখি কেমন ধরতে পারো
গল্প চোরকে আজ।
বনানী ——-