কেউ খোঁজে আস্তানা
কেউ খোঁজে ঘর,
ছেলে খোঁজে বৌ
আর মেয়ে খোঁজে বর।
বই যারা ভালোবাসে
খোঁজে তারা লাইব্রেরি,
শুধু বিনা জ্ঞানে পন্ডিত
তর্ক জোরে তাড়াতাড়ি।
কেউ করে গল্প
আত্মপ্রচার করিবারে
কেউ জোড়ে গল্প
সমাজ সংস্কারে।
ঘোড়া খোঁজে আস্তাবল
ইঁদুর খোঁজে আস্তাকুঁড়,
কেউ চায় সব কাছাকাছি
কেউ চায় যেতে সুদূর।
খোঁজ চলে ব্যবহারের
যোগ্য আধার খানি,
কেউ টানে কলম খাতা
কেউ জড়ায় Facebook খানি।
Banani——-