কি এমন হবে যদি ছাপা হয়
আমার কবিতা ‘দেশে’!
ভাষা এক রবে শব্দ বানান
যা লিখেছি ভালোবেসে।
বাড়বে না মান একটুও জেনো
আমার কলম খাতার।
কমও হবেনা একটুও মান
আমার কাব্য গাথার।
আমার ভাবনা আমার আবেগ
বেচে খেতে হলে পাবো জানি বেগ।
ভাব এসে কবে কথাকে নিলাম
ছন্দ বলবে আমিও গেলাম।
পড়ে রবে যাহা একা নিঃসাড়
সেইতো আমার শূন্য অন্তঃসার।
ব্যস্ত রয়েছি তাকে ভরে নিতে
নিজেকে দেবোনা আর ফাঁকি দিতে।
বনানী ———