কথায় কথায় মনে পড়ে গেল
কথা দিয়েছিলাম তারে,
কথা না বলার অভ্যাস ছেড়ে
নোয়াবো কথারই ভারে।
রোজ কতো কথা হয় শতশত
কথা কি তবুও হয় মন মতো?
আরো কতো কথা বাকি রয়ে গেল
সেই কথা শুধু মনে পড়ে যতো।
কথার কথা বলেছি তো শত
রাখতে পারিনি সব কথা অতো,
মনে পড়া কিছু কথা ছিল যতো
কথার কথাই রয়ে গেল সেতো।
বনানী—–