আমি আমি করে ফাটায় যে গলা
কেউ যদি তাকে দেয় কানমলা
শুধরে যাবে সে জেনো তক্ষুনি
মান পেতে মান করবে না হানি।
আমি বড় শুধু, বাকি সব ছোটো
এই কথা শুনে গর্জিয়ে ওঠো
সমভাব আনো মনের কথাতে
সখ্যতা থাক সুখ ও ব্যথাতে।
বনানী ——-
আমি আমি করে ফাটায় যে গলা
কেউ যদি তাকে দেয় কানমলা
শুধরে যাবে সে জেনো তক্ষুনি
মান পেতে মান করবে না হানি।
আমি বড় শুধু, বাকি সব ছোটো
এই কথা শুনে গর্জিয়ে ওঠো
সমভাব আনো মনের কথাতে
সখ্যতা থাক সুখ ও ব্যথাতে।
বনানী ——-