হে ফনী, বুল্বুল, আমপান
নেই কি তোমাদের
এতোটুকু মান !
আসো যখন নেচে,ধেয়ে,গেয়ে
রব ওঠে হাহাকারে
মানুষ কেমন কাঁদে দেখো তোমার আঘাত পেয়ে।
কাদের তুমি ভাঙ্গো,গড়ো,কাদের করো গুঁড়ো ?
পলকা তারা সারা জীবন
বাঁচার মতো পায়না যারা সামান্য খুঁদ কুড়ো !
আসো তুমি দর্প ভরে ছিনিয়ে নাও মান
আঘাত তোমার ন্যায্য জানি
ভরেছে বিষের পাত্রখানি,সেই তোমার অভিমান।
কিন্তু বোঝো বিষটা যারা দিয়েছে ঢেলে
তাদের নাগাল পাওনা তুমি
রক্তাক্ত হচ্ছো শুধু,অসহায়,গরীব মানুষ গিলে।
কূল ছাপানো জল আর ঝঞ্ঝার ভ্রূকুটি
একটু শান্ত হয়ে ভেবো
নিরাশ্রয় হয় কতো মানুষ শত,হাজার,কোটি।
বনানী ———